বলিউডের সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের নায়িকা দর্শনা বণিককে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’তে অভিনয় করেছেন তিনি।
একাধিক হিন্দি সিনেমায় কাজ করলেও এই প্রথম কোনও মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার প্রধান ভূমিকায় থাকছেন দর্শনা। বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে এই টলিউড সুন্দরীকে। সিনেমার নাম ‘বিরাট’।
জানা গেল, এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘বিরাট’র চিত্রনাট্য। সেসময়ে রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ।
দুর্নীতি প্রতিরোধ মিডিয়া গ্রুপ লিমিটেড, কপিরাইট © দুর্নীতি প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply