সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
শুক্রবার (১৬ মে) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া এলাকার কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়তে থাকায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেও কোনো সবজিই ৬০ টাকার নিচে ছিল না বলে জানান তারা।
কথা হলে তালতলা বাজারের সবজি বিক্রেতা রফিক বলেন, সবজির সরবরাহ বেড়েছে। এ কারণেই দাম কমতে শুরু করেছে। আগামীতে দাম আরও কমবে।
দুর্নীতি প্রতিরোধ মিডিয়া গ্রুপ লিমিটেড, কপিরাইট © দুর্নীতি প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply