বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরছেন ইতালি প্রবাসী তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এটি ফাহমিদুলের প্রথম জাতীয় দল ডাক নয়। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন প্রায় এক সপ্তাহ। তবে সৌদি থেকে দল ঢাকায় ফিরলেও, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়, এবং তিনি ফিরে যান ইতালিতে।
সম্পাদক ও প্রকাশক
তাজুল ইসলাম তালুকদার হিরু
Copyright © 2025 দুর্নীতি প্রতিদিন. All rights reserved.