রাশিয়া ও ইউক্রেন তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর প্রত্যেকে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। খবর বিবিসির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুরোধ করেছে ইউক্রেন। মস্কো এই অনুরোধটি বিবেচনা করেছে বলে জানিয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও ছিলেন। তিনি আলোচনা মধ্যস্থতাও করেন। আলোচনার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়েও কিছু আলোচনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
তাজুল ইসলাম তালুকদার হিরু
Copyright © 2025 দুর্নীতি প্রতিদিন. All rights reserved.